27.8 C
Rajshahi
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

সার্টিফিকেট ও মার্কশীট হারানো বিজ্ঞপ্তি

print news

নিজস্ব প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রিঃ, সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় চন্দ্রিমা আবাসিক ০১ নং রোড (রাঃসিঃকঃ) এলাকা থেকে মোঃ মহিদুল ইসলাম-এর গুরুত্বপূর্ণ শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশীট হারিয়ে গেছে।

হারানো নথিপত্রের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
শিক্ষার্থীর নাম: MD. MOHIDUL ISLAM
পিতার নাম: MD. SHOHIDUL ISLAM
মাতার নাম: MST. MINUARA BEGUM
রেজিস্ট্রেশন নং: 16220129556
রোল নাম্বার: 2098364
শিক্ষাবর্ষ: 2016-2017

মোঃ মহিদুল ইসলাম (২৯), পিতা: মোঃ শহিদুল ইসলাম, মাতা: মোসাঃ মিনুয়ারা বেগম, যার জাতীয় পরিচয়পত্র নং: ৪৬৫৭৬০৩৭০২ এবং ঠিকানা: গ্রাম ধরমপুর (পূর্বপাড়া), ওয়ার্ড নং-২৮, থানা-মতিহার, জেলা-রাজশাহী, তিনি জানান যে চন্দ্রিমা আবাসিক রাস্তার মোড়ের পার্শ্বে নিজের অজান্তে এই মূল্যবান শিক্ষানথিগুলো হারিয়ে যায়।

হারানোর পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে চন্দ্রিমা থানাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।যার নম্বর হলো: সার্টিফিকেট জিডি নং -১৫৯, মার্কশীট জিডি নং -১৫৮ তারিখ:০৪/১০/২০২৫ ইং

যদি কোনো সহৃদয় ব্যক্তি হারানো সার্টিফিকেট ও মার্কশীটগুলোর সন্ধান পান, তাহলে দ্রুত নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:
মোঃ মহিদুল ইসলাম
মোবাইল: ০১৭৯৮৯৬১৩৭৩

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ