
আকাশ সরকারঃ তিন কাঠা জমির মালিকানা পাওয়ার শর্তে এক তরুণী বিয়ে করলেন এক বৃদ্ধ পুরুষকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে এবং ঘটনাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধের বয়স প্রায় ৬০ এর কাছাকাছি, আর তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন। তার মালিকানাধীন কিছু জমি থাকলেও দেখভালের কেউ ছিল না। এ অবস্থায় স্থানীয় এক প্রভাবশালীর মাধ্যমে তরুণীর পরিবারকে প্রস্তাব দেন, জমির বিনিময়ে তাকে বিয়ে করতে হবে।
অবশেষে দুই পক্ষের সম্মতিতে সম্প্রতি তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, “ভালোবাসার জয় হয়েছে”, আবার কেউ বলছেন, “এটা প্রেম নয়, বরং চুক্তিভিত্তিক সম্পর্ক।”
তবে নবদম্পতি নিজেদের সিদ্ধান্তে খুশি বলে জানিয়েছেন। বৃদ্ধ বলেন, “আমি একা ছিলাম, এখন একজন সঙ্গী পেয়েছি। জমি তো ছিলই, সেটা কাউকে না কাউকে দিতেই হতো।” তরুণী জানান, “আমি ভবিষ্যতের নিরাপত্তা ও স্থায়ী একটা আশ্রয়ের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।