নিজস্ব প্রতিনিধি : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক কিষান ঘোষ এ সংক্রান্ত আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি, তার স্ত্রী এলিনা আক্তার পলির মালিকানায়ও বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিশ্বস্ত সূত্রের তথ্যানুযায়ী, তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে আদালত মনে করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।