28.2 C
Rajshahi
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রোষ্ট রোস্ট খাবে অতিথি পাখি দেখিয়ে ভিডিও পোস্ট করা দুই ব্লগারের নামে মামলা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : সংবাদ প্রকাশের জেরে রাজশাহী কথিত দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলির নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত -২ এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বিভাগীয় বন কর্মতার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো: জাহাঙ্গীর কবির। বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬(১),৩৪ (খ)ও ৪১ মোতাবেক শাস্তিযোগ্য ও বিচার্য।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয় দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলি কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোষ্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে যা স্থানীয় প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। সেই ভিডিও ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির অবগত হলে, তিনি সকল প্রকার প্রমান সংগ্রহ করে আদালতে মামলা দায়ের করেন।

সংবাদ প্রকাশের পরে নগরীর সচেতন মহলসহ বেশ কিছু সামাজিক সংগঠন এ বিষয়ে প্রতিবাদ করে ও ইয়্যাস নামক সামাজিক সংগঠন রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ব্লগারদের শাস্তির দাবি জানান।

মামলার বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন “সোমবার ৩ ফেব্রুয়ারী সিএমএম ২ এ মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তাদের নামে সমন জারী করে। আইনানুযায়ী তাদের বিচারকার্য চলবে এবং আমরা তাদের সর্ব্বোচ্চ সাজা আশা করছি”।

মামলার বিষয় নিয়ে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাসের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক জানান, ভবিষ্যতে যেন কেউ অতিথি পাখি শিকার করা ও তা ভিডিওতে প্রকাশ করার মতো অপরাধ না করে “।

সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান মামলার বিষয় নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে এবং মিডিয়াকর্মীদের এবং বনবিভাগকে ধন্যবাদ জানান।

মামলার বিষয়ে ১ নং আসামি ব্লগার আল-আমিন সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে অবগত না বলে জানান” তবে ২ নং আসামি তুলির সাথে যোগাযোগ করা হয়নি তাই তুলির মতামত নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ