32.6 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাবি ক্যাম্পাসে শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে আমার ভাই মরলো কেন, প্রশাসনের জবাব চাই? শিমুল ভাই কবরে,খুনি কেন বাইরে,জবাব চাই,জবাব চাই প্রশাসনের জবাব চাই এমন শ্লোগানে বিক্ষোভে ফেপে উঠেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোন অগ্রগতি নাই,এখনো মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা হয়নি। সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের (ডিগ্রির প্রথম বর্ষ ছাত্র শিমুল) শিমুল সুস্থ সবল ছিল,দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।

এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা হত্যাকান্ড জনিত মৃত্যু,এই হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবির প্রশাসন কিছু ছেলেপেলে উস্কে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল কে প্রতিহত করার জন্য।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, যতদিন শিমুল হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি জিরোপয়েন্টে হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া যাবে না। এই হুশিয়ারি উচ্চারণ করে উক্ত বিক্ষোভ মিছিলটি শেষ করেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ