28 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

print news

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালীন সময়ে তিনি অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

ড. এম আবদুস সোবহান ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও তড়িৎ প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি রাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ডেপুটেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া, তিনি ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ