নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহব্বায়ক আফিয়া আখতারের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সদস্য তৌফিকুর রহমান রতন, মেহেদি হাসান, শামীম হাসান, মেহেদী হাসান পুলক ও ডালিম হোসেন শান্ত। সভায় জেলার ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নতুন কমিটির মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।