
নিউজ রাজশাহী ডেস্ক : বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মোটরবাইক দুর্ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে মতবিনিময় করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা রাবি ক্যাম্পাস, রাজশাহী কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছান এবং রাজশাহীর পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার বিষয়ে এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিমুলের মৃত্যুর ঘটনায় আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের একাংশ।