31.6 C
Rajshahi
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : আজ সোমবার রাজশাহী বার সমিতির কার্যানির্বাহীর কমিটির কক্ষে নির্বাচন কমিশনারদের নির্বাচন কমিশনের এক সভা আহবান করে গত (১৮ ফেব্রুয়ারি ) রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: আবুল কাশেম (১) সহ-সভাপতি মো: মজিবুল হক, মো: জানে আলম, মো: সানোয়ার কবির খান ইসা। সাধারণ সম্পাদক পদে মোঃ জমসেদ আলী (১)‌। যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) মো: ইমতিয়ার মাসরুর আল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) মোঃ নূর-এ কামরুজ্জামান ইরান। হিসাব সম্পাদক পদে মো: আদীব ইমান ডালিম। সম্পাদক লাইব্রেরী পদে মোঃ সেলিম রেজা মাসুম। সম্পাদক অডিট পদে মাহবুব জুবেরী রাজু।

সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন মো: শাহজাহান আলী ফাহিম সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার পদে এস.এম জ্যোতিউল ইসলাম সাফি।

সদস্য রওশন আরা পপি, মো: ইয়াসিন আলী, মো: ফাইসাল আলম নয়ন, মো: মাঈনুর রহমান,সিফাত জেরিন তুলি, মো: জাকির হোসেন (২),শাহিন আলম মাহমুদ,মো: হুমায়ুন কবির শাম্মী ও মো: রহিমা খাতুন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সূত্রে এ তথ্য নিশ্চিত করেন‌। নির্বাচন কমিশনার জানান গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল কিন্তু কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাথমিক ভাবে সকলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কমিশন সূত্রে জানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল বা প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই প্যানেলের ২১ প্রার্থী নির্বাচন হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ