28.2 C
Rajshahi
শুক্রবার, মে ২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উদযাপন 

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীতে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার ১ মে  সকাল ১০ টার সময রাজশাহী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে র‍্যালিটি  বের করেন।

প্রধান প্রধান সড়ক গুলো প্রদর্শন শেষে সকাল ১১ টার সময় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক জনাব আসিফা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার কমিশনার ক্রাইম নাজমুল হাসান পিপি এম।

দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসক বিভাগীয় শ্রম দপ্তর এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।

সভায় বক্তাগন শ্রমিকের, স্বাস্থ্য ও সেফটি বিষয়ে গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নানা আয়োজনে রাজশাহীর ন্যায় বিভিন্ন জেলায় বৃহস্পতিবার (১মে -২০২৫) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় পূর্বক পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে গণসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ উপলক্ষে শ্রমিক, মালিক, সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ