29.2 C
Rajshahi
রবিবার, আগস্ট ৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, আন্দোলনের প্রকৃত নেতৃত্বকে উপেক্ষা করে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১২টায় রাজশাহী কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। সেখানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীরা জানান, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে রাজশাহীর ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে শিক্ষার্থীরা দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। এ সময় রাজশাহীর দুই কৃতী সন্তান, আলী রায়হান ও সাকিব আঞ্জুম, আন্দোলনে প্রাণ হারান। তবে নতুন ঘোষিত কমিটিতে আন্দোলনের মূল নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাঁদের ভাষ্য, এই কমিটিতে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এছাড়া, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগও তুলেছেন তারা।

শিক্ষার্থীরা দাবি করেন, ফাতিন মাহাদী ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি গঠন করেছেন। কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সরকার-সমর্থিত দল ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। জাসদের ছাত্র সংগঠনের নেতাদেরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া, কমিটির শীর্ষ নেতৃত্বে একজন হত্যা মামলার অন্যতম আসামিকে রাখা হয়েছে, যা আন্দোলনের চেতনার পরিপন্থী বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, আন্দোলনের আদর্শ বিকৃত করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের ষড়যন্ত্র করছে।

বিক্ষোভ শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, রাজশাহীর মাটিতে মাহিন সরকার ও সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহিম, ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. জুবায়ের রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হাফিজ সরকার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাফিউল ইসলাম অনিকসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ