
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
তিনি বলেন, ‘৫১ দিন ব্যাপী তারুণ্যের উৎসব চলছে, আমরা তা পালন করছি। তারই একটি উৎসব হচ্ছে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’। আমাদের এই স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হবে, তাহলেই আমরা সামনের দিকে লক্ষ্য স্থির করতে পারবো। আমরা যদি এটা ভুলে যাই আমরা কী পরিস্থিতির মধ্যে ছিলাম এখন আমরা কীভাবে সেখান থেকে উত্তরণ ঘটানোর চেষ্টা করছি, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারবো। অতীতে যে ভুলগুলো আমরা করেছি, যে ভুল পথে চলেছি সেটা আমাদের পরিহার করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের ভয়াবহতার উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শারমিন সুলতানা।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।