নিজস্ব প্রতিনিধি : উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর সংবাদ মাধ্যমের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
ফেব্রুয়ারি মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র – নগরীতে হেলেনা আক্তার (৩৫) নামে এক নারী কে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দুর্গাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী আহত ও ফেরদৌসী বেগম (৫৫) নামে এক নারী কে হত্যার অভিযোগ, নগরীতে শাবানী নামে এক নারী নিঁখোজ, তানোর উপজেলার উত্তর পাড়া গ্রামে এক নারী (৩৩) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পুঠিয়া উপজেলায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে এক নারীকে আহত, মোহনপুর উপজেলায় বাটুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে যৌনহয়রানির অভিযোগ পিয়ন কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার তাহসিন হোসাইন রাফি (১৩) নিঁখোজ, গোদাগাড়িতে চাচা কতৃক আট বছরের এক শিশু ধর্ষণের শিকার, পুঠিয়া উপজেলায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে রিফাত হোসেন (১২) নামে এক শিশু নির্যাতনের শিকার । ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়।
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।