
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা ডাকু আউয়ালসহ সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রাজশাহী র্যাবের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর হোসেনিগঞ্জ এলাকার আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫) ও তার সহযোগী ধুতরাবোনা এলাকার সম্রাট (৩৮)। এছাড়া নগরীতে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের মূলহোতা শান্ত ইসলাম (২২), জিসান হোসেন (২৩), মাইন হোসেন আলিফ (১৯), শাকিল খান (২৩), নাইম ইসলাম (২৫), শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), মো. আকাশ হোসেন (২৩), সোহাগ আলী (২৮) ও জীবন ইসলামকে (১৬) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ ১৬৪৫ টাকা, ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।