32.6 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মাহে রমজানকে স্বাগত জানিয়ে দুর্গাপুরে জামায়াতের র‍্যালি ও পথসভা

print news

নিজস্ব প্রতিনিধি দুর্গাপুর : মা‌হে রমজা‌নকে স্বাগত জা‌নি‌য়ে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও পথসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে দুর্গাপুর উপজেলা সদরে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শে‌ষে‌ মে‌ডিক‌েল মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

উপ‌জেলা জামায়াতে ইসলামীর আ‌মির মাস্টার সাইফুল ইসলাম পথসভায় সংক্ষিপ্ত বক্ত‌ব্যে মা‌হে রমজা‌নের প‌বিত্রতা রক্ষা‌র্থে সিন্ডিকেট না ক‌রে দ্রব‌্যমূল‌্য ক্রয়ক্ষমতার ম‌ধ্যে রাখ‌ার অনু‌রোধ কর‌েন এবং নিরবিচ্ছিন্ন বিদ‌্যুৎ সরবরাহ করতে পল্ল‌ি বিদ‌্যুৎ স‌মি‌তির প্রতি আহ্বান জানান।

উপ‌জেলা জামায়াতে ইসলামীর সে‌ক্রেটারী মাস্টার শামীম উদ্দি‌নের সঞ্চালনায় অন‌্যান‌্যদের মা‌ঝে পথসভায় বক্তব‌্য রা‌খেন জামায়াত নেতা ডঃ সে‌লিম রেজা খান, দেলুয়াবাড়ী ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ও জামায়া‌তের ইউ‌নিয়ন সভাপ‌তি জিয়াউর রহমান।
পথসভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, শ্রমিক নেতা হাজী আমজাদ হে‌াসেন, অধ‌্যাপক আমজাদ হো‌সেন, পৌর নেতা নূ‌রে আলম, জয়নগর ইউ‌নিয়ন সভাপ‌তি মাস্টার এজাজুল হক, কিসমত গন‌কৈড় ইউ‌নিয়ন আ‌মির অধ‌্যাপক জা‌বের আলী, এ‌্যাডঃ আ‌লিউল ইসলাম ও সে‌লিম উ‌দ্দিন প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ