26.1 C
Rajshahi
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মহানগর ডিবির অভিযানে জুয়ারি গ্রেপ্তার

print news

আকাশ সরকার  :রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মুকেশ সরকার (৪৫) রাজশাহী মহানগরীর মতিহার থানার বাসিন্দা, মো: পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো: জাহাঙ্গীর আলাম (৫২), মো: জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫) বোয়ালিয়া মডেল থানার বসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দিবাগত রাত সাড়ে তিনটায় বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার একশত টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ