26.4 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাঘায় মহান বিজয় দিবসে বিজয় মেলা

print news

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা দেখতে আসছেন শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বছরই প্রথম ব্যতিক্রমধর্মী বিজয় মেলার আয়োজন করায় সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের স্মরনে উপজেলা কেন্দ্রী শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে সকাল ১১ টায় ফিতা কেটে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন চমক বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। মেলায় বসানো হয়েছে উপজেলার বিভিন্ন দপ্তর থেকে ১৭ টি স্টল। তাঁরা নিজ-নিজ দপ্তর কেন্দ্রীয় বিভিন্ন প্রদর্শনী-সহ বিজয় মেলায় দেশীয় চারুকারু পণ্যের প্রদর্শন করছেন ।

এই মেলার সভাপতি শাম্মি আক্তার বলেন, মেলা মানে আনন্দ-মেলা মানে উৎসব। “বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য এক উৎসবের দিন। ৯ মাস যুদ্ধ করে জাতি এই বিজয় অর্জন করেছে। সারা দেশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুদ্ধে সম্পৃক্ত ছিল। এক সময় গ্রাম-সহ সারা দেশেই এই বিজয় উৎসব হতো। ধীরে এই উৎসব নিষ্ক্রিয় হয়ে যায়। এ কারণে এবার সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম.আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, ও বাঘা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ