32.6 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

বাগমারায় কয়েক ডজন মামলার আসামী জাবের আলী গ্রেপ্তার

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার কয়েক ডজন মামলার আসামী জাবের আলীকে বুধবার বেলা ১১ টার রাজশাহী আদালত চত্বর হতে গ্রেফতার করে পুলিশ।

বাগমারা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাবের আলী বাগমারা এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বাগমারা থানায় খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধভাবে জমি দখল, অপহরণ সহ বিভিন্ন অপরাধে প্রায় ৩০টির অধিক মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের ছত্র-ছায়ায় দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে তার সহযোগিদের নিয়ে বাগমারা এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বিঘ্নে অপরাধ কার্যক্রম চালাতো। পাশাপাশি উঠতি বয়সের যুবক ও কিশোরদের মাদক কেনা-বেচা সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

এরই ধারাবাহিকতায় জাবের আলী ও তার সহযোগী সন্ত্রাসীরা গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করলে সাতজন আহত হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুলিবিদ্ধ হয়ে অঙ্গ হানিসহ গুরুতর জখমের শিকার হয়।

থানা সূত্রে আরও জানা যায়, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর জাবের আলী অজ্ঞাতস্থানে আত্মগোপন করে। আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করে জাবের আলীকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।

বাগমারা থানান ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ