নিজস্ব প্রতিনিধি : রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যার মধ্যেই স্বৈরাচারী মনোভাব ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব।’
মঙ্গলবার (১১ মার্চ) ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির এ সভার আয়োজন করে। সভার শেষে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ‘শহীদ সাব্বির, শহীদ আইয়ুব—তাদের অপরাধ ছিল সমাজ পরিবর্তনের ডাক দেওয়া। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানানোই তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘অতীতের ইতিহাস প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও ছাত্রশিবির টিকে ছিল এবং ভবিষ্যতেও ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।