28.8 C
Rajshahi
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

print news

মিজানুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ “ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট” শিরোনামে আইকন নিউজ টুয়েন্টিফোর ডটকম নামক অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যাহা আদ্য (২৬ ফেব্রুয়ারি ২০২৫) আমার দৃষ্টি গোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে নগরীর ডাঁশমারী গোরস্থানের পাশে নিজেকে জামায়াত কর্মীর প্রভাব খাটিয়ে নগরীর মতিহার থানাকে ম্যানেজ করে রাতের আধারে পুকুর ভরাট করছে পলাশ নামের এক ব্যক্তি আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত সত্য হলো আমি পলাশ। আমি একজন ব্যবসায়ী। আমাদের ডাঁশমারী কবরস্থানটি খুবই ছোট, তাই কবরস্থান কমিটি এর পাশের জায়গাটি কিনেছিলো, এটি ছিল পুকুরের ধার, পুকুরের ধার তৈরি করার জন্য সেখানে কিছুটা ভরাট করা হয়েছিলো আজ থেকে ২ সপ্তাহ আগে। জমিটি সরজমিনে দেখলেই বুঝতে পারবেন। আর যে জায়গাটি কেনা হয়েছে তা ধানি আবাসিক শ্রেণীর, ব্রিটিশ আমল থেকে এটি কখনও পুকুর ছিল না, যেহেতু এর পাশে একটি পুকুর ছিল, তাই পুকুরটি বৃদ্ধি পেয়ে ভেঙে যায়, এবং কিছু ব্যক্তিগত জমি ভেঙে যায়। এখন পরে, যাতে ব্যক্তিগত জমি ভেঙে না যায় এবং কবরস্থানের সীমানা দেওয়ার জন্য কিছু কাজ করা হয়েছে।

সংবাদে আরো প্রচার করা হয়েছে যে রাতের আঁধারে নাকি পুকুর ভরাট করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা দিনের বেলায় এলাকাবাসীর সহযোগিতায় এটি কমপ্লিট করা হয়েছে।

এখানে এলাকাবাসীর অত্যন্ত নমনীয়তা এবং সহযোগিতা ছিল কারণ এখানে এলাকাবাসী জানে পুকুরের জায়গা না এটা গোরস্থানের জায়গা এবং এ পাশ দিয়ে একটি রাস্তা হবে সেটা মানুষের এলাকাবাসীর উপকার হবে কল্যাণ হবে। অতএব মিথ্যা নিউজ এবং টাকা খেতে না পারার কারণে উল্টাপাল্টা নিউজ করার জন্য তীব্র প্রতিবাদ জানাই।

আমার মতে সাংবাদিকদের উচিত ছিল তদন্ত করে নিউজ করা ।

আমি আইকন নিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ক্ষমা চেয়ে প্রতিবাদ ছাপানোর জন্য অনুরোধ জানাচ্ছি নইলে তাদের বিরুদ্ধে আদালতের দারস্ত হবো।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ