28.8 C
Rajshahi
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

পুঠিয়ায় ভারসাম্যহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

print news

নিজস্ব প্রতিনিধি : পুঠিয়া উপজেলার পৌরসভার এলাকা ঝলমলিয়া বাজারে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিক্ষাবৃত্তি করে চলতেন ওই নারী। বিভিন্ন ভাবে পলিথিনে, ছোট ছোট কাপুড়ে ও কাগজে মুড়িয়ে রাখা ছিলো ৬ হাজার তিন শত ৮০ টাকা পাওয়া যায় ওই লাশের কাছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পুঠিয়া থানার আওতাধীন ঝলমলিয়া বাজারের কলার হাটের পুলিশ চেকপোস্টর বারান্দা থেকে নারীর মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১ মাসের বেশি সময় ধরে ভারসাম্যহীন এই নারী ঝলমলিয়া পুলিশ চেকপোস্টের বারান্দায় অবস্থা করতেন। পাশাপাশি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলো, সেই সাথে ভিক্ষাবৃত্তিও করতেন ওই নারী।

পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। সেই সাথে মানসিক ভারসাম্যহীন ছিলো। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ