36.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

print news

নিজস্ব প্রতিনিধি : সারাদেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা ও বিশ্ববিদ্যালয় শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। এই মানববন্ধনে ৪ বছরের ছোট্ট শিশু শারমিন আক্তার অংশগ্রহণ করে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি শিশু নির্যাতন চাই না, আমি শিশু নির্যাতন চাই না, আমার কি অপরাধ?” তার এই আর্তনাদ উপস্থিত সকলের হৃদয়ে নাড়া দেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আফরোজা আহমেদ, সাধারণ সম্পাদক ড. মোবাররা সিদ্দিকা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এডভোকেট দিল সেতারা চুনি, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার ও ছাত্রী প্রভা রায় এবং পরিবর্তনের প্রতিনিধি সোমা হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এই অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা দাবি করেন, দ্রুত আইন প্রণয়ন করে ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার সম্পন্ন করে অপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে।

সভাপতি কল্পনা রায় তার বক্তব্যে বলেন, “সারাদেশে নারী, শিশু ও প্রতিবন্ধী নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। ঘরে-বাইরে নারীরা নিরাপদ নয়, কারণ অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। এই পরিস্থিতির অবসান ঘটাতে সবাইকে সোচ্চার হতে হবে।”

উপস্থিত সকলেই একাত্মতা ঘোষণা করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ