নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত এ দলের আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী।
এ সময় দলের তিন যুগ্ম আহ্বায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন।
আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী তাদের কিংস পার্টির অংশ হিসেবে বিবেচনা না করে দেশের একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। আমরা এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে নতুন ঘোষিত ‘বিজিপি ‘ দল ৩২টি প্রস্তাবনাও বাস্তবায়নের ঘোষণা দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।