32.6 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

print news

নিজস্ব প্রতিনিধি : আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটির রোকন এবং ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে মতামত গ্রহণ করেছে দলটির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার সকালে দুর্গাপুরস্থ শালঘরিয়া নিগার মঞ্জিলে মতামত গ্রহণ ও প্রার্থী বাছাই অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। তবে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

মতামত গ্রহণ ও প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবুল হাসান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামান, উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন প্রমূখ।
মতামত গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত প্রদান করেন উপজেলার পুরুষ ও মহিলা রোকন এবং ওয়ার্ড সভাপতি- সেক্রেটারি, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ