36 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

জামায়াতের কর্মী সমাবেশে বিএনপির হামলা, সাংবাদিকসহ আহত ১০

print news

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধিসহ জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, সাংবাদিক আশরাফ উদ্দিন (৩৯), মো. নুরুল আলম (৪০), শহিদুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (৩৫), কফিল উদ্দিন (২০), নুরু উদ্দিন (৩৩), কাজী সামির (২০), তানজিম (১৮), সাব্বির শাহাদাৎ (২০), রাহাত হাসান হাসিব (১৮)৷

আহত জামায়াতের নেতাকর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় এস রহমান স্কুলে কর্মী সমাবেশ চলছিল৷ যা তাদের পূর্বনির্ধারিত দলীয় প্রোগ্রাম৷ এ সময় এলাকার স্থানীয় বিএনপি নেতা শাহ আলম প্রোগ্রামস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেয়৷ প্রোগ্রাম করার আগে বিএনপি থেকে অনুমতি কেন নেওয়া হলো না এমন অভিযোগ করেন তিনি৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়৷ একপর্যায়ে হাতাহাতি থেকে হামলার ঘটনায় রূপ নেয়৷ তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আশরাফসহ জামায়াত ইসলামী নেতাকর্মীরা হামলার শিকার হন৷

মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। আমাদের দলীয় প্রোগ্রাম বিএনপি থেকে কেন অনুমতি নিতে হবে?

এ বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মারামারির ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি৷ পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ