36.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

print news

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মেহেদি হাসান মিলন (২৫)।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুলনপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে এবং তিনি ভটভটির চালক ছিলেন। আহত মেহেদি হাসান মিলন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে বুলনপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আল আমিন। স্থানীয়রা আহত মেহেদি হাসান মিলনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ