29.5 C
Rajshahi
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

কৃষক দল নেতাকে জবাই করে হত্যা

print news

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃষক দলের এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিতহ ওই নেতার নাম নাসির উদ্দিন (৪০)। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পরে নিহত নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ির পাশে নিজের গরুর খামারে যাওয়ার সময় কে বা কারা জবাই করে শরীর থেকে মাথা আলাদা করে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, ইফতারের পরে আমার ভাই তার নিজস্ব খামারে যাওয়ার সময় তাকে জবাই করে হত্যা করা হয়। আমার যতটুকু ধারণা এলাকার লোক আমার ভাইকে খুন করেছে। আশা করি তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ইফতারের পর পর সে তার নিজের গরুর খামারে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়। সে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ