
নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীর তানোরে ট্রাস্ট ইসলামি লাইফ ইনসুরেন্সের ফিল্ড কর্মী রুপালি’র বিরুদ্ধে ঋণ দেওয়ার কথা বলে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কাামারগাঁ ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী হাবিবুর রহমান অভিযোগ করেন, রুপালি নামের একজন প্রতারক নিজেকে ট্রাস্ট ইসলামি লাইফ ইনসুরেন্সে ও নারী উদ্যোক্তা ফিল্ড কর্মী পরিচয় দিয়ে ৪% সুদে ঋণ দেওয়ার কথা জানায়। তিন-চার লাখ টাকা ঋণ পাওয়ার আশায় ৩০ হাজার টাকা জমা দিয়েছিলাম। কিন্তু, টাকা জমা দেওয়ার এক মাস পর ঋণ দেওয়ার কথা থাকলেও দিনের পর দিন সময় পার করতে থাকে সে। এই ভাবে ছয় মাস পার হয়ে যায়। পরে জানতে পারি ‘নারী উদ্যোক্তা’ এনজিওর সাথে তার কোন সম্পর্ক নেই
একই অভিযোগ করেন পরী বেগম ও নাইম হোসেন, ৪% সুদে ৩ লাখ টাকা ঋণের আশায় তারা ২০-৩০ হাজার টাকা করে দিয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, বাবুল হোসেন, পারভিন বেগম,ময়েজ উদ্দিন, শাহাজান আলি মতো ত্রিশ-চল্লিশটি নারী-পুরুষ এ প্রতারণার শিকার হয়েছেন।
মজনু নামের একজন অভিযোগ করেন, মান্দা উপজেলা দেলুয়াবাড়ি বাজারে তাদের অফিস। পরে জানা যায় উক্ত স্থানে ট্রাস্ট ইসলামি লাইফ ইনসুরেন্স ও নারী উদ্যোক্তা নামে কোন অফিস নেই।
অভিযুক্ত রুপালি সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং বলেন ত্রিশ ও চল্লিশ জন সদস্যদের কাছ থেকে ২০-৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অফিস আমার সাথে প্রতারণা করছেন। এই বলে তিনি এড়িয়ে যান।
কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জানান,আমি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করার কথা বলেছি। অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, অভিযোগ পায়নি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতারক ওই নারীর বিরুদ্ধে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা বলেন, মৌখিকভাবে শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।